৩০নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদ সীমানা: উত্তরে শিজক খাল ও বাঘাইছড়ি ইউনিয়ন,
দক্ষিণে আমতলী ইউনিয়ন,
পুর্বে সংরক্ষিত বনাঞ্চল,
পশ্চিমে কাচালং খাল ও ৩১ নং খেদার মারা ইউনিয়ন।
ইউনিয়নের আয়তন: ১৩.৩৮১ বর্গ কি:মিটার।
যোগাযোগ ব্যবস্থা: নৌপথ ও স্থল পথ।
উপজেলা সদর হতে দুরত্ব: ১০ কিলোমিটার
গ্রামের সংখ্যা: ২৬ টি।
পরিবারের সংখ্যা: ১৪১২ টি।
জনসংখ্যা : ১১,২০৩ জন প্রায়।
মৌজার সংখ্যা: ১ টি।
৩৮৪ নং সারোয়াতলী মৌজা।
জমির পরিমাণ: ৩৩০৪ একর।
হাট বাজার : ১ টি (শিজক বরইতুলি বাজার)
শিক্ষা প্রতিষ্ঠা্নের সংখ্যা: -
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫ টি
বেসরকারী উচ্চ বিদ্যালয় ২টি
বেসরকারী নিম্ন মাধ্যমিক ১টি
বেসরকারী মহাবিদ্যালয় ১ টি
পাড়া কেন্দ্র ১২ টি
দায়িত্বে আছেন: বাবু যতীন রায় চাকমা চেয়ারম্যান
ইউনিয়নের জনবল:
নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন
ইউনিয়ন পরিষদের সচিব ১ জন
গ্রাম পুলিশ ১০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস